অনলাইন ইনকাম
দুইটি শব্দ, আর এর মাঝে রয়েছে অনেক আবেগ, অনেক পরিশ্রম, অনেক আগ্রহ, অনেক প্রতারণা আর অনেক আশা আকাঙ্খা।
জানিনা আজকের এই পোস্ট আপনাদের কতটুকু উপকারে আসবে, তবে হ্যাঁ আপনারা অবশ্যই অনেক ইনকাম সোর্স পেয়ে যাবেন। যেগুলো সোর্সগুলো থেকে আমি নিজে পেমেন্ট নিয়েছি আর সব থেকে বড় কথা হলো এই ইনকাম সোর্সগুলো এখনো অনেকের অজানা।
এমন সব ইনকাম সোর্স আপনাদের দিতে যাচ্ছি যেগুলো থেকে আপনারা প্রথম দিন কাজ করেই পেমেন্ট নিতে পারবেন।আর এসব সোর্স কেও শেয়ার করতে চায় না। এমন সব সোর্স থেকে ইনকাম হয় যেগুলো দেখে আপনাদের চোখ মাথায় উঠে যাবে। আর বলবেন এগুলো থেকেও ইনকাম হয়? এগুলো তো আমরা সব সময় ব্যবহার করি, হায় হায়!
চলুন কিছু কাজের সাথে পরিচয় হই।।
১ম ইনকাম সোর্সঃ Facebook Account Create
Wait Wait আমি কিন্তু ফেসবুক ভিডিও মনিটাইজ টনিটাইজের কথা বলতেছি না। বরং আপনাকে আনলিমিটেড ফেসবুক একাউন্ট খুলতে হবে। আর সেগুলোর ইউজার আইডি আর পাসওয়ার্ড আর কুকিজ গুগল শীট এ সাজিয়ে রাখতে হবে। প্রতিটি আইডি ৩/৩.২৫৳ টাকা রেইটে বিক্রি হয়। একেকটা আইডি খুলতে সর্বোচ্চ ২-৫ মিনিট সময় লাগে।
আর কিভাবে আনলিমিটেড ফেসবুক খুলতে হয় সেই মেথড ট্রিকবিডিতে আগেও পোস্ট হয়েছে। খুঁজে দেখতে পারেন। বা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন।
বিঃদ্রঃ প্রতি আইডি যদি ০ ফ্রেন্ড থাকে তাহলে ৩৳ করে তবে আপনি যদি ৩০+ ফ্রেন্ড বানাতে পারেন ট্রিক্স খাটিয়ে তাহলে সেই আইডির দাম ৫-৭৳ পর্যন্ত হয়ে যায়
ফেসবুক আইডি কোথায় বিক্রি করবেন?
এমন অনেক বায়ার সক্রিয় আছে টেলিগ্রামে যারা ফেসবুক আইডি কিনে থাকে, তাদের খুঁজার দায়িত্ব আপনাদের। আমি সোর্স দেখিয়ে দিলাম।
তবে আমার কাছে বায়ার আছে রেইট কম তাই নিজেরা বায়ার খুঁজে নিলে ভালো।
২য় ইনকাম সোর্সঃ Gmail Account Create
আপনি যদি জিমেল খুলতে পারেন, তাহলে সেই জিমেইল হবে আপনার ইনকাম সোর্স।
কিভাবে?
আনলিমিটেড জিমেইল খুলতে পারলে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। কারণ জিমেইল ক্রয় বিক্রয় হয় এমন অনেক মার্কেটপ্লেস আছে। আমি নিজেও অনেক জিমেইল বিক্রি করেছি। দিনে ১০০+ জিমেইলও করেছি জানেন? আর প্রতি পিস জিমেইল ৮৳ – ১০৳ সেল করতাম। এখন হয়তো একটু রেইট কম আছে তবে এখনো ইনকাম সম্ভব।
ইউটিউবে অনেক মেথড আছে যেগুলো ফলো করলে আপনারা আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন।
পিসি থাকলে জিমেইল খুলা অনেক সিম্পল। তবে মোবাইল দিয়েও খুলা যায়। তবে আজ আমি এখানে মেথড শেয়ার করতে আসিনি। আপনাদের শুধু সোর্স দিয়ে যাবো।
৩য় ইনকাম সোর্সঃ Google Voice Account Create
Google Voice একটি US ভিত্তিক অ্যাপ। যেটায় শুধু US এর জিমেইল আর নাম্বার দিয়েই একাউন্ট খুলা যায়। এখানে একাউন্ট খুলতে আপনার কিছু টাকা ইনভেস্ট করতে হয়। যেমন US জিমেইল ক্রয় করতে হয় আবার ইউএসের নাম্বার ক্রয় করতে হয় ভেরিফাই এর জন্য। এই ইনভেস্ট টা যদি আপনারা করতে পারেন তাহলেও সেখান থেকে আপনারা অনেক ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই এর মেথড আছে। ইউটিউবেও পাওয়া যায় একটু ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন।
আর এর প্রতিটি আইডি ১২০ টাকা থেকে শুরু করে ৫০০+ টাকায় বিক্রি হয়
৪র্থ ইনকাম সোর্সঃ Textnow Account Create
আনলিমিটেড Textnow একাউন্ট খুলতে পারেন এমন অনেকেই আছেন, বর্তমানে Textnow account create এর কাজ ট্রেন্ডিং এ আছে। যারা এই মার্কেটপ্লেসে পরিচিত সবাই জানেন, এখন textnow এর প্রাইস অনেক বেশি চলতেছে। একেকটি আইডি আগে ৬-৭ টাকা সেল হয়েছে কিন্তু এখন একেকটা আইডি ২০-৪০ টাকা পর্যন্ত সেল হচ্ছে
আগুন তো এই জায়গায় ভাই আইডি খুলতে বেশি সময় লাগছে না। ধরুন ৩০ টাকা রেইটে দিনে যদি ৫০ টা আইডিও করেন তাও ৫০*৩০= ১৫০০ টাকা
আমি এখন এই কাজটাই করতেছি আর আইডি কিনতেছিও। যাইহোক নিজের ব্যপারে এখানে বলতে আসিনি।
Textnow যেহেতু US এর অ্যাপ তাই একাউন্ট খুলতে অবশ্য প্রিমিয়াম আইপি লাগে। তবে খরচ অনেক কম।
কাজ অনেক সহজ তবে প্রথমে মাথায় ঢুকাতে হবে।
কেউ যদি Textnow এর কাজ করে থাকেন তাহলে আমার কাছে সেল দিয়েন।
আজকের এই পোস্টের কমেন্ট থেকে ৩ জন বিশ্বস্ত লোক নিতে চাচ্ছি যাদেরকে আমি Textnow এর কাজটি হাতে কলমে শিখাবো আর সব সময় ফ্রিতে আইপি দেওয়ার চেষ্টা করবো।
যারা কাজটি করতে আগ্রহী নিচে কমেন্টে অবশ্যই মেনশন দিবেন অথবা আমার টেলিগ্রামে মেসেজ দিবেন।
৫ম ইনকাম সোর্সঃ Index/Sideline Account Create
এটা একটু কঠিন কাজ। আনলিমিটেড Index account বা sideline একাউন্ট খুলা যেমন কঠিন তেমন তার প্রাইস ও বেশি। আপনারা এগুলোর মেথড কালেক্ট করে কাজ করলে আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন। প্রতি আইডি ৫০০+ টাকায় বিক্রি হচ্ছে
অন্যন্য ইনকাম সোর্সঃ
এছাড়াও অনেকধরনের ইনকাম সোর্স আছে। যেমন আপনি যদি TextFree/Talkatone/Linkedin/Apple id/Instagram/Twitter/Ring4/Nextdoor/Wechat ইত্যাদি আইডি খুলার কাজ করেন তবেও বায়ারের অভাব হবে না
বায়ার কোথায় খুঁজবেন?
ফেসবুকে বা ইউটিউবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটির নাম লিখে সার্চ দিবেন যেমন Facebook Id sell এমন করে, দেখবেন অনেক অনেক বায়ার পেয়ে যাবেন বাংলাদেশী। আর যদি বিদেশী বায়ার পেয়ে যান তাহলে তো
আজকের পোস্ট এই পর্যন্তই। জানিনা কতটুকু বুঝাতে পেরেছি। তবে উদ্দেশ্য ছিলো সোর্সগুলো আপনাদের জানানোর। এই বিষয়ে কোন হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন। আর পেমেন্ট প্রুফ চেয়ে লজ্জা দিবেন না। এই কাজ গুলো শিখে গেলে আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন গ্যারান্টি
অনলাইন ইনকাম রিলেটেড আরো সোর্স, বা কাজের পদ্ধতি/মেথড অথবা এয়ারড্রপ ইভেন্ট পেতে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
Telegram: Earn With Hridoymini
The post Online এ প্রতিদিন সর্বনিম্নে ২০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করুন। (Best Income Sources) appeared first on Trickbd.com.
source https://trickbd.com/online-earning/1631474
0 মন্তব্যসমূহ