khonto keyboard, best laptop keyboard, computer keyboard, Bangla typing keyboard, Bangla typing keyboared
আসসালামু আলাইকুম আজকের পোস্টে কম্পিউটারের একটি অসাধারণ টাইপিং কি বোর্ড নিয়ে আলোচনা করবো , যে খানে আমারা বাংলা টাইপিং এর জন্য বিভিন্ন কি বোর্ড ব্যবহার করে থাকি,
কিন্তু সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এই যেমন বিজয় কি বোর্ড এর ক্ষেত্রে আমারা কিন্তু টাকা ছাড়া ডিরেক্টলি অফিসিয়াল ভার্সন ইউজ করতে পারিনা , বিভিন্ন কপি ভার্সন ব্যবহার করতে হয় , এটা ছাড়াও সেখানে প্রপারলি ভয়েস টাইপিং না
কিন্তু আজকে আমি যে কিবোর্ড নিয়ে আলোচনা
করবো এটা দিয়ে আপনি উপরের বলা সকল ঝামেলা মুক্ত ভাবে ব্যবহার করতে পারবেন , শুধু তাইনা এইখানে একসাথে তিনটি উপায়ে আপনি টাইপিং করতে পারবেন , অর্থাৎ আপনি অভ্র , বিজয় , জি-বোর্ড এমনকি ভয়েস টাইপিং ও করতে পারবেন ,
শুধু তাইনা এইখানে ওয়ার্ড সাজেশন ও করে
এবং এতো সবকিছু আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন
তো এটার জন্য প্রথমে আপনার মাইক্রোসফট স্টোর টি ওপেন করে নিন
এরপর উপরের সার্চ বারে টাইপ করুন Khonto Keyboard
এরপর এই কি-বোর্ড টা দেখতে পারবেন সেটা ডাউনলোড করে নিবেন
এরপর আপনার মাউস সুইচে রাইট ক্লিক করবেন
তারপর সেটিংস এ ক্লিক করবেন এইখানে আপনি অনেক অপশন দেথতে পারবেন , আমি নিচের এগুলো নিয়ে বেশিকিছু বলছিনা . আপনারা দেখে নিবেন
ফন্ট সু্ইচ করে নিত পারবেন .এরপর এইখানে বাংলা লে-আউট করবেন , এরপর এইখানে আপনি বিজয় , অভ্র , এছাড়াও ভয়েস টাইপিং ও দেখতে পারবেন.
এবং এখানে আরোও কিছু সুবিধা আছে , যেমন এইখানে আপনি প্লে অপশন চালু করে অটো ওয়ার্ড় সাজেশন সুযোগ সুবিধা পাবেন.
এবং তাই নয় এই সফ্টওয়্যারে আপনাকে অটোমেটিক ইমোজিও সাজেস্ট করবে.
বাদ বাকি যে অপশন গুলো আছে এগুলো আপনারা দেখে নিবেন”
তো আজকে এ পর্যন্তই .
আল্লাহ হাফেজ.
The post কম্পিউটারের জন্য সেরা বাংলা টাইপিং কি-বোর্ড , সম্পর্ন ফ্রি সফ্টওয়্যার অভ্র , বিজয় , জি-বোর্ড appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ