(PART-1) ৫ টি Mind Blowing Android Tips, Tricks & Hacks

Ads Inside Post

(PART-1) ৫ টি Mind Blowing Android Tips, Tricks & Hacks

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

Android Tips & Tricks নিয়ে পোস্ট করেছিলাম অনেকদিন আগে। এগুলো নিয়ে Trickbd তে এখন কেউ পোস্ট করেই না। তাই ভাবলাম আবার শুরু করা যাক।

এখানে থাকা অনেক Tips & Tricks ই আপনার জানা থাকতে পারে। তাই যারা জানেন তারা অবশ্যই ইগনোর করুন আর নতুন ভিজিটরদের জানার সুযোগ করে দিন।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

 

05) Long Screenshot তুলুন আপনার ফোনে ছোট্ট একটি App এর সাহায্যেঃ

অনেকেই আছেন যাদের ফোনে Default ভাবে Long screenshot তোলার Option নেই। তাই তাদের ক্ষেত্রে এই কাজটা কিভাবে করা যায় সেটা এই এপ্লিকেশনটির মাধ্যমে করে বুঝতে পারবেন।

🔥 App Name : Screen Master

🔥 App Developer : Blossgraph

🔥 App Size : 11 MB

🔥 App Link : Playstore

এই App টি তাদের জন্য যারা প্রতিদিনই প্রচুর স্ক্রিনশট তুলেন। যারা ট্রিকবিডিতে পোস্ট করেন তাদের জন্যেও অনেক কাজে দিবে।
এই এপ্লিকেশনটির কাজ হচ্ছে স্ক্রিনশট ক্যাপচার করা।

এখন অনেকেই বলতে করতে পারেন,
ভাই আমার ফোনে Already Screenshot তোলার icon আছে অথবা notification pannel এ সে Option দেওয়া আছে।

আমি তাদের বলবো বার বার নোটিফিকেশন প্যানেলও আপনাকে খুলতে হবে না এই এপ্লিকেশনটি ব্যবহার করলে।

এই এপ্লিকেশনটি চালু করলে মূলত মেসেঞ্জারের মতো একটি Floating Button enable হয়ে যায় (যা আপনি পরে মেসেঞ্জারের মতই Hide করতে পারবেন) যাতে ক্লিক করার সাথে সাথেই স্ক্রিনশট ক্যাপচার করে ফেলে।

এতে ১ সেকেন্ডও দেরি হয় না যা আমার কাছে কাজের মনে হয়েছে কিছুটা হলেও। কেন কাজের সেটা বলছি।

অনেক সময়ে একসাথে অনেক গুলো স্ক্রিনশট ক্যাপচার করতে হলে বারে বারে নোটিফিকেশন প্যানেল খুলতে হয় বা পাওয়ার বাটন প্রেস করে তারপর স্ক্রিনশট তুলতে হয়।

এই এপ্লিকেশনটির মাধ্যমে সে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
তাছাড়াও আপনারা চাইলে Shake to Take Screenshots এর option টি enable করে ফোনটি ঝাকিয়ে স্ক্রিনশট তুলতে পারবেন।

shake to screenshot এর sensitivity ও আপনার ইচ্ছামতো customize করতে পারবেন। floating button টিও customise করতে পারবেন আপনার ইচ্ছামতো।

google play store এ app টির ডাউনলোড সংখ্যা ৫০ লক্ষাধিকবারেরও বেশি ছাড়িয়েছে এবং রিভিউ সংখ্যা রয়েছে ৬৬ হাজারেরও বেশি। রেটিং দেওয়া আছে ৪.৪ ★।

লম্বা স্ক্রিনশট তোলার দিক দিয়ে এই App টির সত্যিকার অর্থেই এর কোনো জবাব নেই। সত্যিই অসাধারন একটি App।

 

 

04) ছোট্ট একটি Trick Follow করে যেকোনো Noisy Voice কে Clear Audio তে Convert করুন অতি সহজেইঃ

প্রথমেই যেকোনো Browser থেকে https://podcast.adobe.com এই লিংক এ যান।

এরপর Desktop View করুন।

এরপর আপনার Noisy Background এ থাকা Voice টি এখানে Upload করুন।

আর কিছুক্ষনের মধ্যেই Ai আপনাকে নতুন একটি audio clip generate করে দিবে যার মাধ্যমে আপনার Voice বা audio টিকে একেবারে Clear করে দিবে।

এই Trick টি Follow করে আপনারা যারা Audio Editing বা Content Creation এর কাজ করেন তারা সহজেই কোনো প্রফেশনাল মাইক্রোফোন ছাড়াই অনেক সুন্দর ও Clear Voice Record করতে পারবেন।

 

03) আপনার Navigation Bar ও ফোনের চারপাশ Customize করুন Music Visualize করেঃ

এই কাজটি করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি App এর। তাহলে চলুন দেখে নিই কিভাবে কি করবেন এবং App টি কোনটি।

🔥 App Name : Muviz – Navbar Music Visualizer

🔥 App developer : Sparkine Labs

🔥 App size : 4.5 MB

🔥 App Link : PLAYSTORE

 

এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার Navigation bar এ অনেক রকমের Visualizer সেট করতে পারবেন। আপনি অনেক রকমের Options পাবেন কাস্টমাইজ করার জন্যে। কাস্টমাইজেশন লাভাররা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।

কিভাবে ব্যবহার করবেন?

1) App Install করুন
2) Open করুন
3) Permission গুলো Allow করে দিন।
4) ব্যাস! আপনার কাজ শেষ। এবার যে স্টাইলে ব্যবহার করতে চান সেটা খুজে সিলেক্ট করুন আর ব্যবহার করুন।

আপনার Navigation Bar কে (যেখানে Back, Recent, Home Key গুলো থাকে) ইচ্ছামতো Customize করতে পারবেন। যখনই কোনো Audio Play করবেন আপনার ফোনে হোক সেটা YouTube বা Music তখনই এই সুন্দর সুন্দর Visualizer গুলো দেখতে পারবেন।

আপনার ফোনকে অনেক সুন্দরভাবে Customize করতে চাইলে এই App টির কোনো বিকল্প নেই। আপনি যেকোনো Audio কে Visualize করে আপনার ফোনকে আলাদা একটি রুপ দিতে পারবেন যার দ্বারা আপনার ফোনকে দেখাবে আরো সুন্দর ও অন্যরকম।

 

02) আপনার Android Smartphone কে TV REMOTE হিসেবে ব্যবহার করুনঃ

অনেকেই আছেন যারা Android TV ব্যবহার করেন। কিন্তু Android TV এর Remote গুলোর Battery অনেক তাড়াতাড়ি Drain হয়ে যায়। বেশিদিন যায় না।

আপনি চাইলেই আপনার ফোনকে একটি Remote + Keyboard + Mouse তিনভাবেই ব্যবহার করতে পারবেন।

এটি আপনি দুইটি App এর সাহায্যে করতে পারবেন।

(১) App Name : Android TV Remote

App developer : NiamorDev

App size : 15 MB

App Link : Playstore

এই App টির Set Up কাজ অনেক Easy। আপনার Android Phone এ App টি Install করুন। এরপর এপ্লিকেশনটি ওপেন করুন। আর সাথে সাথে আপনার ফোন Auto Detect করে নিবে আপনার টিভিকে।

যদি Connect করতে বলে তো Connect করবেন। এরপর একটি কোড দেখাবে আপনার টিভির স্ক্রিনে। সেই কোডটি আপনার ফোনের স্ক্রিনে দিন। এবং সাথে সাথে আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে এবং আপনি আপনার ডিভাইসকে ব্যবহার করতে পারবেন একটি রিমোট হিসেবে।

 

এখন যদি এটা কারো কারো ক্ষেত্রে না চলে তো এটার বিকল্প ব্যবস্থা কি হতে পারে? চলুন দেখে নিই।

 

(২) App Name : Zank Android TV Remote

🔥 App developer : Zank

🔥 App size : 4 MB

🔥 App Link : Playstore

 

এই App টির Set Up কাজ একটু আলাদা। আমি Step by step বলে দিচ্ছি কিভাবে কি করবেন।

(১) প্রথমে আপনার ফোনে ও টিভিতে Zank Remote Control App টি Install করে নিন।

(২) এরপর আপনার টিভি মডেল অনুযায়ী Set Up করতে হবে। কিন্তু Universally বেশিরভাগ টিভিতেই Set up করতে হলে আপনাকে যা করতে হবে তা ই বলছি।

আপনার টিভিতে Developer Mode On করে নিন। যদি থাকে তো ভালো। না থাকলে আপনার টিভির About Device এ যাবেন। এরপর Build Number এ ৭-৮ বার Tap করলেই সেটা ডেভেলপার মোড এ চলে যাবে।

(৩) ডেভেলপার মোড অপশনে গিয়ে Usb Debugging Option টি Enable করে দিন।

(৪) এরপর আপনার ফোনের Zank Remote Control App টি Open করুন। সেখানে গিয়ে দেখতে পারবেন Automatic Set Up হয়ে গিয়েছে।

(৫) কোনো কোড টিভির ডিসপ্লে তে Show করলে সেটি আপনার ফোনে দিয়ে দিন। তবেই সাথে সাথে Connect হয়ে যাবে।

 

এত কিছু কেন বললাম? বা কেন করবেন?

প্রথমত আগের এপ্লিকেশনটি না চললে এর বিকল্প হিসেবে এটি ব্যবহার করবেন। আর তাছাড়া এই এপে ফিচার সবচেয়ে বেশি।

আগের এপে একটি সমস্যা হচ্ছে ঐটায় কি-বোর্ড Enable করতে হলে আপনাকে আপনার টিভির Android TV Remote Control App টির Uninstall Updates করতে হবে মানে আগের Version এ নিয়ে যেতে হবে।

আর তাছাড়া ফিচারের দিক দিয়ে এই App টিই সবচেয়ে সেরা। এখানে যেসকল ফিচার আছে সেগুলো হচ্ছেঃ

– Mouse control

– Control directly with screen cast

– Game Pad

– Air mouse (pro version)

– Dpad navigation

– Volume control

– Keyboard

– Screen on/off

– File transfer

– Music controller

– Show media control buttons on main screen

– Floating control mode

 

 

01) স্ক্রিনশট তুলুন ভিন্নরকমভাবে এবং সেগুলো Organize, Search এবং Customize করুন একইসাথেঃ

এই কাজটি করতে হলে আমাদের একটি ছোট্ট এপ্লিকেশন এর প্রয়োজন পড়বে। তার নাম হচ্ছেঃ

 

App Name : Screenshot Go

🔥 App developer : Mozilla Firefox

🔥 App size : 4.15 MB

🔥 App Link : Uptodown

 

এটা একটা স্ক্রিনশট এপ্লিকেশন। কিন্তু এর কাজ শুধু স্ক্রিনশট তোলা নয়। এই এপ্লিকেশনটার মাধ্যমে আপনারা আপনাদের স্ক্রিনশটগুলোকে একটি আলাদা ক্যাটাগরিতে সংরক্ষন করতে পারবেন।

এপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে পারমিশন চাইবে কিছু। Allow করে দিবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের স্ক্রিনের সামনে একটা ডট আকারের স্ক্রিনশট তোলার লোগো আসবে।

এটায় ক্লিক করার সাথে সাথে স্ক্রিনশট ক্যাপচার করবে। এরপর আপনারা চাইলে সে স্ক্রিনশটটি বিভিন্ন ফোল্ডার বা ক্যাটাগরিতে সেভ করে রাখতে পারবেন। এটা অনেক useful একটি এপ্লিকেশন।

কেননা এর ফলে আপনার অনেকটা সময়ই বেচে যাবে। ধরুন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন এবং এতে বিভিন্ন ক্যাটাগরির স্ক্রিনশট আছে।

সেগুলো আলাদা আলাদা ভাবে না খুজে আপনি নিজের ক্যাটাগরি বানিয়ে রাখতে পারবেন। এতে আপনারা আপনাদের অনেকটা সময়ই বাচাতে পারবেন।

যেহেতু এই এপ্লিকেশনটি এখনো বেটা ভার্সনে আছে তাই প্লে-স্টোরের লিংক দেওয়া যাচ্ছে না। এর জন্যে আমি আন্তরিকভাবে দূঃখিত। আপনারা Playstore এ গিয়ে Search করলেই খুজে পাবেন।

যদি খুজে না-ও পান তবুও কোনো সমস্যা নেই। কারন আমি Uptodown এর লিংক দিয়ে দিয়েছি।

 

তো এই ছিল আমাদের ৫ টি Tips & Tricks যার মাধ্যমে আপনি আপনার ফোনকে আরো ইউনিক ও সহজভাবে ব্যবহার করতে পারবেন।

যদি আপনি Already এগুলো নিয়ে জেনে থাকেন তো অবশ্যই ইগনোর করবেন। আর যারা জানেন না তারা অবশ্যই জানাবেন কেমন লাগলো।

এমন আরো পোস্ট পেতে চাইলে আমাকে জানাবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।

ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম,
THIS IS 4HS4N
LOGGING OUT….

The post (PART-1) ৫ টি Mind Blowing Android Tips, Tricks & Hacks appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ